শহীদ জিয়াউর রহমান দিশেহারা জাতিকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে পথ দেখান: মিনু
নজরুল ইসলাম জুলু: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিশেহারা জাতিকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে পথ দেখান। সারা বিশ্বে বাংলাদেশকে জিয়াউর রহমান নতুন করে পরিচয় করিয়ে দেন। তিনি বহুদলীয় গণতন্ত্রেরও প্রবক্তা।
শুক্রবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর শাহ মুখদম দরগা মসজিদ গেটে বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অয়োজিত দোয়া ও খাবার বিতারণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে রাজশাহীতে বিএনপি ও অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডে অন্তত ৭০টি স্থানে দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ কর্মসূচি পালন করছে।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী মঞ্চ তৈরি করে দোয়া অনুষ্ঠান ও খাবার বিতারণ করছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নগরীর শাহ মুখদম দরগা মসজিদ গেটে বেলা সাড়ে ১১টায় আয়োজিত দোয়া ও খাবার বিতারণ অনুষ্ঠানে যোগদেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য উম্মুখ হয়ে রয়েছেন।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন তিনি। তিনি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন, বেগম জিয়ার সুস্থতা কামনা করেন। তারেক রহমান বাংলাদেশে ফিরে শহীদ জিয়ার দেখিয়ে যাওয়া গণতন্ত্রকে এগিয়ে নিবেন বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের রাজশাহী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, যুবদলের রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বিএনপি নেতা সাইদুর রহমান পিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিআলো/তুরাগ