• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শহীদ জিয়ার অবদান স্মরণে প্রতিবন্ধী যুবতীর পাশে নাসিরউদ্দিন শাহীন 

     dailybangla 
    28th Jul 2025 8:58 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রগঠন ও মানবিক মূল্যবোধের স্মরণে মৌলভীবাজারে এক প্রতিবন্ধী যুবতীর পাশে দাঁড়ালেন যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ শাহীন। রোববার দুপুরে মৌলভীবাজার পৌর শহরে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।

    তিনি বলেন, শহীদ জিয়া ১৯৭৬ সালে ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) গঠন করেন, যা গ্রামের মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাহিনী আজও গ্রামীণ জনজীবনে শান্তি ও সহমর্মিতার প্রতীক হিসেবে কাজ করছে।

    জাতীয়তাবাদী দর্শনের প্রতি আলোকপাত করে শাহীন বলেন, “জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ শুধু একটি রাজনৈতিক মতবাদ নয়, এটি জাতিগত পরিচয়ের নতুন দিগন্ত উন্মোচন করে। তাঁর বক্তব্য—‘আমরা ধর্মে ভিন্ন, ভাষায় বাঙালি, কিন্তু সবাই বাংলাদেশি’—আজও আমাদের জাতিসত্তার ভিত্তি গড়ে দেয়। এই চিন্তা আমাদের বিভক্তির দেয়াল ভেঙে জাতিকে একটি অভিন্ন পরিচয়ে ঐক্যবদ্ধ করেছে।”

    মানবিক মূল্যবোধ প্রসঙ্গে তিনি বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। ইসলামসহ সকল ধর্মেই দান, যাকাত ও মানবসেবার কথা বলা হয়েছে। যদি সমাজের প্রতিটি মানুষ এই দৃষ্টিভঙ্গি ধারণ করে, তাহলে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

    তিনি আরও বলেন, “অসহায়দের পাশে দাঁড়ানো শুধু দয়া নয়, এটি সমাজ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। আপনার যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ান।”

    নাসিরউদ্দিন আহমেদ শাহীন জানান, এর আগেও তিনি মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানবিক সহায়তা দিয়ে আসছেন। এই উদ্যোগগুলোর মাধ্যমে তিনি শহীদ জিয়ার মানবিক দর্শনেরই প্রতিফলন ঘটাতে চাচ্ছেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, যারা শাহীনের এ মানবিক কার্যক্রমে অংশ নেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930