শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত বিএনপি নেতাদের, গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান
মো. শাহাদাত হোসেন তালুকদার: গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সকালে রাজধানীর বনানী ও গুলশান কবরস্থানে শহীদ জিয়া ও মরহুমা খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামই আজকের বিএনপির রাজনৈতিক পথনির্দেশ।”
তিনি অভিযোগ করে বলেন, জনগণের ভোটাধিকার হরণ, গণতন্ত্র ধ্বংস এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে দেশকে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত করা হয়েছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন এবং একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার।
ড. মোশাররফ হোসেন আরও বলেন, “বিএনপি কোনো দমন-পীড়ন, মামলা-হামলা কিংবা ষড়যন্ত্রে ভীত নয়। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি রাজপথেই থাকবে এবং জনগণের অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম চালিয়ে যাবে।”
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে।
এ সময় ড. খন্দকার মারুফ হোসেনসহ দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় আন্দোলন আরও বেগবান করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



