শহীদ জুলাইয়ের কন্যা ধর্ষণ: তিন কিশোরের দীর্ঘমেয়াদি কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দুমকিতে শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় তিন কিশোর আসামিকে সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামি ইমরান মুন্সীকে ১০ বছরের কারাদণ্ড এবং সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১০ বছর ও পর্নোগ্রাফি আইনে অতিরিক্ত ৩ বছর করে মোট ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সন্ধ্যায় পাঙ্গাশিয়া ইউনিয়নে কলেজছাত্রী বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি পরিত্যক্ত স্থানে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং ঘটনাটি ভিডিও করে। ঘটনার পর ভুক্তভোগী আত্মহননের পথ বেছে নেন।
দুমকি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মামলাটি তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
বিআলো/শিলি



