শহীদ শাহী ও শিহাবের কবর জিয়ারত করলেন এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু
আবুল হাসনাত তুহিন, ফেনী : ফেনীতে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ফেনী শহরের মহিপালের সাইদুল ইসলাম শাহী ও ওয়াকিল আহমেদ শিহাবের কবর জিয়ারত করেছেন ফেনী সদর–২ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচগছিয়ায় শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের কবর এবং বিকেলে ফাজিলপুরে শহীদ সাইদুল ইসলাম শাহীর কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় মজিবুর রহমান মঞ্জু শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। শহীদ পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সদস্য সচিব ফজলুল হক, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবিব মিয়াজী এবং এবি যুব পার্টির সদস্য সচিব এস এম ইব্রাহিম সোহাগসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় মজিবুর রহমান মঞ্জু বলেন, “২৪-এর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেড় হাজার শহীদের রক্তস্নাত এই বাংলাদেশ। শহীদরা আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাঁদের ত্যাগ যেন বৃথা না যায়—সেটাই আমাদের লক্ষ্য। এই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে অনুপ্রেরণা জোগাবে।
বিআলো/তুরাগ



