শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য আজ
বিআলো ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে তাদের মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেবে বিমানবন্দর থেকে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়। দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে শনিবার সকালে স্বজনদের কাছে ফেরে ছয় শান্তিরক্ষীর নিথর দেহ।
গত শনিবার (১৩ ডিসেম্বর) সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর আকস্মিক ড্রোন হামলায় ঘটনাস্থলেই ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন।
শহীদরা হলেন করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
হামলায় আহত আরও আটজন শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে সেনাবাহিনী।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১৬৮ জন সেনা, নৌ, বিমান ও পুলিশ সদস্য বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন। সুদানে শহীদ এই ছয় শান্তিরক্ষী সেই গৌরবময় ত্যাগের ধারাবাহিকতায় নতুন সংযোজন।
বিআলো/শিলি



