শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, গ্রেপ্তারের দাবি
আলো ডেক্স: মানবতাবিরোধী অপরাধের মামলায় জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড ও ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে ধানমন্ডি ৩২ নম্বরস্থ বাড়িটি ভাঙতে ট্রাকে করে বুলডোজার আনা হয়। সেখানে উপস্থিত ছাত্র-জনতা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
আজ ৩২ নম্বরের সামনে বুলডোজার যাওয়ার ঘটনাকে ‘রাজাকারী আচরণ’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এতে তিনি ছাত্র-জনতাকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
বিভিন্ন ব্যবহারকারী শাওনকে ‘আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করেছেন। অনেকে তাকে ‘ভারতীয় গুপ্তচর’ দাবি করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
বিআলো/ইমরান



