শাকিব খান প্রসঙ্গে ফের আলোচনায় বুবলী
dailybangla
29th Dec 2025 2:29 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া অন্তঃসত্ত্বা হওয়ার গুজবকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি বলেন, এসব খবরের কোনো সত্যতা নেই।
কলকাতার কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুবলী আবার মা হতে চলেছেন। এসব গুজবের পেছনে শাকিব খানের সঙ্গে তার যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ টানা হয়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নাচ পরিবেশনের সময় তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নতুন করে এই আলোচনা শুরু হয়। তবে বুবলী জানান, ব্যক্তিগত জীবন নিয়ে এমন মিথ্যা খবর ছড়ানোয় তিনি বিরক্ত।
উল্লেখ্য, অতীতেও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল, যা পরে ভুল প্রমাণিত হয়।
বিআলো/শিলি



