শাকিব-বুবলী: দূরত্ব পেরিয়ে নতুন পথে
বিনোদন ডেস্ক: ভালোবাসার গল্পগুলো কখনো স্রোতের মতো সহজে বয়ে যায় না, মাঝেমধ্যেই বাঁক নেয়, পথ হারায়, আবার নতুন করে খুঁজে পায় আপন ঠিকানা। শবনম বুবলী আর শাকিব খানের গল্পও ঠিক তেমনই।
কিছুদিন আগেও তাদের সম্পর্ক ছিলো ভুল বোঝাবুঝি আর অভিমানভরা। শাকিব প্রকাশ্যে বলেছিলেন, তারা আর একসঙ্গে নেই। অথচ বুবলী প্রতিবারই নীরবে জানিয়ে গেছেন- “আমাদের সম্পর্কটা আসলে ভাঙেনি, শুধু সময়টা কেটে যাচ্ছে একটু কঠিনভাবে।”
আজ সেই অভিমান গলে গিয়ে যেন নতুন রঙে রাঙাচ্ছে তাদের দিন। যুক্তরাষ্ট্রে ছেলেকে ঘিরে তৈরি হয়েছে এক মায়ার পৃথিবী। বীরের হাসি, তার ছোট্ট দুষ্টুমি, আর সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখা- সবকিছুর ভেতরেই আছে শাকিব-বুবলীর অদৃশ্য কিন্তু স্পষ্ট স্নেহের বন্ধন। অনেকদিন পর একসঙ্গে কাটানো সময় তাদের দূরত্ব কমিয়েছে, আবার ফিরিয়ে এনেছে হারিয়ে যাওয়া উষ্ণতা।
হয়তো বাস্তবতার কারণেই তাদের এক হতে হয়েছে- গ্রিনকার্ডের নিয়ম, সন্তানের ভবিষ্যৎ, জীবনের নিরাপত্তা। তবু সেই বাস্তবতার ভেতর লুকিয়ে আছে সম্পর্কের নতুন বীজ। আমেরিকার আকাশে হাঁটতে হাঁটতে কিংবা বীরকে নিয়ে ছোট্ট পার্কে খেলে বেড়ানোর সময় তারা দু’জনই হয়তো অনুভব করছেন- একসময় যে পথ দু’দিকে ভাগ হয়ে গিয়েছিলো, আজ আবার সেই পথ মিশে গেছে এক হয়ে।
অভিনয়ের ব্যস্ততা থেকে সাময়িক বিরতিতে থেকেও বুবলী সাজাচ্ছেন নিজের নতুন স্বপ্ন। সিনেমা, মিউজিক ভিডিও, প্রযোজনার জগৎ- সবকিছুই যেন তাকে টেনে নিচ্ছে জীবনের নতুন অধ্যায়ে। পাশে আছে তার সবচেয়ে বড় শক্তি, সন্তান বীর। আর ছায়ার মতো কোথাও না কোথাও রয়েই যাচ্ছেন শাকিব, হয়তো নিঃশব্দে, কিন্তু অনুভূতিতে খুব কাছে।
শাকিব-বুবলীর এই অধ্যায় শুধু বাস্তবতার হিসাব নয়, এতে আছে প্রেমেরও স্পর্শ। সময়ই বলে দেবে-এটা কি কেবল সন্তানের জন্য করা সমঝোতা, নাকি আবারও প্রেম ফিরে এসেছে আগের মতো, নতুন আঙ্গিকে।
বিআলো/শিলি