শাড়ি নিয়ে তানজিন তিশার নতুন বিতর্ক! গুলশান থানায় নারী উদ্যোক্তার জিডি
শাড়ি কেলেঙ্কারিতে তানজিন তিশা!
৭৫ হাজার টাকার শাড়ি ফেরত না দিয়ে হুমকি-গালাগাল, অভিযোগ ফ্যাশন ডিজাইনারের
হৃদয় খান: দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের মুখে। ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী তার বিরুদ্ধে গুলশান থানায় (জিডি নং ৯৮৫, তারিখ ১২ নভেম্বর ২০২৫) সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগ— তিশা শাড়ি ফেরত না দিয়ে বরং গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন।
ঘটনার শুরু এক শাড়ি থেকে
জিডিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর আয়েশাহ তিশাকে একটি বিশেষ অনুষ্ঠানের জন্য ৭৫ হাজার টাকার শাড়ি দেন। পরদিন ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা আর ফেরত দেননি। শাড়ি ফেরত চাওয়ার জন্য একাধিকবার যোগাযোগের পর ২০২৪ সালের ১৭ ডিসেম্বর তিশা নাকি অশ্লীল ভাষায় গালাগাল ও ‘জানে মেরে ফেলার’ হুমকি দেন। আয়েশাহ দাবি করেছেন, এ সংক্রান্ত কিছু কল রেকর্ডিং তার কাছে সংরক্ষিত আছে।

‘তুমি বাঁচতে পারবে না’ — অডিওতে তিশার কণ্ঠ?
আয়েশাহ গণমাধ্যমের কাছে বেশ কিছু অডিও ও ফেসবুক মেসেজ দেখিয়েছেন। একটি রেকর্ডিংয়ে শোনা যায়— তিশা তাকে বলেন, “তোমাকে নিয়ে আমার ডিবিতে বসতে হবে। আমি যদি তোমার পেছনে লাগি তাহলে তুমি বাঁচতে পারবে না।”
অন্য এক অডিওতে তিনি আরও বলেন, “তুমি যদি ফেমাস হতে চাও, আমাকে বলো— আমি তোমার ছবি আপলোড দেবো, খুব ভালো ক্যাপশন দিয়ে।”
মামলার ইতিহাসে তিশা
এটাই প্রথম নয়— সম্প্রতি তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ৪২০/৪০৬ ধারায় মামলা (সি.আর. নং ৯৬২/২০২৫) দায়ের হয়েছে। সেই মামলার তদন্তের নির্দেশও দিয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এবং ডিবি পুলিশের কাছে তদন্তভার রয়েছে। তবে এ বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগকারীর ভাষ্য
আয়েশাহ আনুম ফায়যাহ বলেন— “তানজিন তিশা আমার কাছ থেকে আগেও পোশাক নিয়েছেন, কিন্তু সবসময়ই ফেরত পেতে অনেক অনুরোধ করতে হয়েছে। এবার ৭৫ হাজার টাকার শাড়িটি একেবারেই ফেরত দেননি। উল্টো গালাগাল ও হুমকি দিয়েছেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই আইনের শরণ নিয়েছি।”
প্রসঙ্গত, এই ঘটনায় একজন নারী উদ্যোক্তার কাছ থেকে জামদানি শাড়ি নিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন অভিনয়শিল্পী তানজিন তিশা। উদোক্তার দাবি, তানজিন তিশা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। আর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা হা!’
টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা এখন ‘সোলজার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তিনি অভিনয় করছেন শাকিব খানের দুই নায়িকার একজন হয়ে। ঢাকার বিভিন্ন স্থানে এখন ছবিটির শুটিং হচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত ছবিটির শুটিং নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
বিআলো /তুরাগ



