• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শান্তিপূর্ণ ও অহিংস নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতি সংলাপ 

     dailybangla 
    28th Dec 2025 5:39 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দল, প্রার্থী ও নাগরিক সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ), ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলসমূহ ও তাদের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা অংশগ্রহণ করেন।

    সংলাপে বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, বরং দেশের আপামর জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রত্যাশিত। এই নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে হলে রাজনৈতিক দল, প্রার্থী ও নাগরিক সমাজকে একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনআকাঙ্ক্ষার প্রতিফলন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণ, রাজনৈতিক সম্প্রীতি ও অহিংসা বজায় রাখার কোনো বিকল্প নেই।

    বক্তারা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিক সমাজের সামনে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়াই এই সম্প্রীতি সংলাপের মূল উদ্দেশ্য। অহিংসা, পারস্পরিক সম্মান ও সহনশীলতার চর্চার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন তারা।

    মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এ বি এম মোমিনুল হক–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনীত এমপি প্রার্থী আলহাজ মাওলানা গাজী নিয়াজুল করীম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনীত এমপি প্রার্থী মো. আতাউল্লাহ,
    জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনীত এমপি প্রার্থী লিটন হুসাইন জিহাদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

    ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কনসালটেন্ট রুবাইয়াত হাসান ও ম্যাফ সদস্য শাহাদত হোসাইন–এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ), ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান সানি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

    অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজনৈতিক সম্প্রীতি স্মারকে স্বাক্ষর করেন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের অঙ্গীকার ঘোষণা করেন।

    উল্লেখ্য, ইউকেএইড-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস) প্রকল্প এই উদ্যোগে সহায়তা প্রদান করে।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031