শান্তি-সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটির পূজা মণ্ডপে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা সোমবার রাতে রাঙ্গামাটি শহরের গর্জনতলী ও তবলছড়ি কালী মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পূজা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি সার্বিক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।
উপদেষ্টা বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠুক।” তিনি উৎসব শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুপ্রদীপ চাকমা পাহাড়ের উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “পাহাড়ের মানুষ যদি শিক্ষিত ও সচেতন হতো, তাহলে এত সমস্যা তৈরি হতো না। আমাদের প্রয়োজন কোয়ালিটি এ্যডুকেশন—যা মানুষকে ভালো-মন্দ বুঝতে শেখাবে এবং প্ররোচনা থেকে দূরে রাখবে।” তিনি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে গুণগত শিক্ষা বিস্তারের ওপর জোর দেন।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস