শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: হাসনাত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, শাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছে।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হাসনাত বলেন, “শাপলা ছাড়া কোনো বিকল্প প্রতীক আমরা মানি না। নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া মনে হচ্ছে। তাদের আচরণে মনে হয় কমিশন প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, ইসির কার্যক্রমে স্বচ্ছতা ও নীতিমালা নেই। “রাজা-বাদশার মতো ইসি যা ইচ্ছে তাই করছে। রিমোট কন্ট্রোল অন্য কোথাও থেকে পরিচালিত হচ্ছে,” বলেন তিনি।
দলের মুখ সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইসিকে দেওয়া চিঠিতে চারটি বিষয় তুলে ধরা হয়েছে— মৃত ও প্রবাসী ভোটার অপসারণ, দলীয় কর্মকর্তা সরানো, দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা। এসব না হলে ইসির পদত্যাগ দাবি করেন তিনি।
এদিকে ইসি জানিয়েছে, এনসিপি নির্ধারিত তালিকার বাইরে কোনো প্রতীক পাবে না। কমিশন আগেই জানিয়েছে, তফসিলভুক্ত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
এনসিপি তবে শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে আশাবাদী। হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের রাজনৈতিক সংগ্রাম ও অবস্থানের মাধ্যমে শাপলা আমরা অর্জন করব।”
বিআলো/শিলি



