শাবনাজের জন্মদিন আজ: রূপালি পর্দার তারুণ্য থেকে মানবিক অনুপ্রেরণা
বিনোদন ডেস্ক: নব্বই দশকের চিত্রজগতে ‘চাঁদনী’ ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ। আজ ২৯ অক্টোবর, তার জন্মদিন। পারিবারিকভাবে নিভৃতে উদযাপন করলেও দর্শকের ভালোবাসা ও দোয়া তার জন্য সবচেয়ে বড় উপহার।
শাবনাজ, পারিবারিক নাম সাবরিনা তানিয়া, বাংলাদেশ চলচ্চিত্রে তারুণ্যের নতুন ধারার পরিচায়ক। ১৯৯১ সালে পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। এই ছবির মধ্য দিয়ে দর্শকরা পেয়ে যান নতুন নায়ক-নায়িকা জুটি- নাঈম ও শাবনাজ। পরবর্তীতে তারা অভিনয় করেছেন ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’সহ একাধিক সফল চলচ্চিত্রে।
শাবনাজের জনপ্রিয়তা শুধু পর্দায় নয়, ব্যক্তিজীবনেও তিনি ছিলেন অনুপ্রেরণার উদাহরণ। ১৯৯৪ সালে নাঈমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তাদের দুই কন্যা সন্তান রয়েছে।
ছবির বাইরে মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। ১৯৯৬ সালে প্রথমবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্লাড সেন্টারে রক্তদান করেন এবং এরপর থেকে নিয়মিতভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সেই বছর নায়ক আলমগীর পরিচালিত ‘নির্মম’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।
জন্মদিনের প্রসঙ্গে শাবনাজ বলেন, “এখন আর জন্মদিনকে কেন্দ্র করে বিশেষ উচ্ছ্বাস নেই। শুধু চাই আল্লাহ সুস্থ রাখুন এবং দর্শকের দোয়া পাই। দর্শকরা এখনো আমাকে মনে রেখেছেন- এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।”
শাবনাজের চলচ্চিত্র ও মানবিক অবদান আজও প্রজন্মের জন্য অনুপ্রেরণা, প্রমাণ যে রূপালি পর্দার তারুণ্য কখনও ফিকে হয় না।
বিআলো/শিলি



