শার্শা সীমান্ত থেকে গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ আটক
dailybangla
19th Nov 2024 1:29 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। সেই সঙ্গে গাজীপুর ৪৩ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।
২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পরে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
বিআলো/শিলি