• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শাসনব্যবস্থার অবক্ষয়ের মূল কারণ শাসকশ্রেণির আত্মভ্রম: অধ্যাপক সলিমুল্লাহ খান 

     dailybangla 
    22nd Sep 2025 1:32 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: লেখক, দার্শনিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, শাসনব্যবস্থার পতন বা অবক্ষয়ের মূল কারণ হলো শাসকশ্রেণির আত্মভ্রম। যখন তারা মনে করে তাদের প্রতিটি কর্মকাণ্ডই সঠিক এবং অন্য সব মত ভুল, তখনই অবক্ষয়ের সূত্রপাত হয়।

    রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ব্যবসায় প্রশাসন ও কলা অনুষদের শিক্ষার্থীদের বরণ করা হয়।

    ড. সলিমুল্লাহ খান বলেন, “দেশের লাখ লাখ মানুষের রক্তদান ও আত্মত্যাগ পূর্বের শাসনে স্বীকৃত হয়নি। এর অনিবার্য পরিণতি শুভকর হয়নি। যারা দেশত্যাগ করেছেন বা আত্মগোপনে আছেন, তারা প্রকাশ্যে ফিরে এলে নতুন করে আরও তীব্র অসহিষ্ণুতা দেখা দিতে পারে।”

    তিনি দেশের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে বলেন, “এখনও প্রাথমিক স্তরে নিরক্ষরতা দূর হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নেমেছি, অথচ সরকারি হিসেবেই শতকরা ২৬ জন মানুষ নাম স্বাক্ষর করতে পারে না।”

    বাংলা ভাষার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা বাংলায় কথা বললেও জ্ঞান-বিজ্ঞানের বিস্তারে ভাষাটিকে নতুন করে প্রাণ দিচ্ছি না। পৃথিবীর অন্যান্য দেশে মাতৃভাষায় শিক্ষা বিস্তার ঘটছে, ফলে সব মানুষের শিক্ষিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু অর্থ, বইপত্র ও জ্ঞানের অভাবে আমরা মানুষের কাছে আলোর পরিসর বাড়াতে পারছি না।”

    অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় সেরা ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করা হয়, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930