শাস্তি পেলেও তবে আর্সেনাল ম্যাচে খেলতে বাধা নেই এমবাপে-রুডিগারের
dailybangla
06th Apr 2025 12:36 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়লাভের পর অসদাচরণের জন্য শাস্তি পেয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে এবং আন্টোনিও রুডিগার।
উয়েফা তাদের বিরুদ্ধে জরিমানা ও এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে নিষেধাজ্ঞাটি এক বছরের জন্য স্থগিত থাকবে, যার মানে কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে তারা খেলতে পারবেন।
শুক্রবার উয়েফা একটি বিবৃতিতে জানায়, রুডিগারকে ৪০ হাজার ইউরো এবং এমবাপেকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে তাদের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বিআলো/শিলি