শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট
dailybangla
18th Oct 2025 5:00 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে ২০টি ইউনিট ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একে একে বিভিন্ন স্টেশন থেকে ইউনিটগুলো পাঠানো হয়।“প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না,” বলেন তিনি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষও কাজ করছে।
বিআলো/ইমরান



