• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শাহজালাল বিমানবন্দরে ১০২ মোবাইলসহ ৪ নারী যাত্রী আটক 

     dailybangla 
    02nd Dec 2025 3:00 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার নারী যাত্রীর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে আনা ১০২টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

    মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে দুবাই-চট্টগ্রাম হয়ে ঢাকায় নামা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-১৪৮) অবতরণের পর পূর্বের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস ও বিমান বাহিনীর এভসেক সদস্যরা যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন।

    গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশিতে চার নারী, সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম ও নুসরাত- এর শরীর থেকে বেরিয়ে আসে ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেলসহ মোট ১০২টি মোবাইল ফোন।

    যাত্রীরা মোবাইলগুলোর বিষয়ে কোনো তথ্য না দেওয়ায় ৯৮টি সেট বাজেয়াপ্ত (ডিএম) করে কাস্টমস। উদ্ধার হওয়া এসব ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।

    বিমানবন্দর সূত্র বলছে, শাহজালাল বিমানবন্দর দিয়ে নিয়মিতভাবেই স্বর্ণ, মোবাইল ও সিগারেট পাচারের চেষ্টা চলে।

    বিশেষ করে দুবাই ও শারজাহ থেকে আসা ফ্লাইটগুলোতেই এমন প্রবণতা বেশি। সম্প্রতি নজরদারি বাড়ায় পাচারকারীরা নতুন পদ্ধতি অবলম্বন করেছে; দুবাই ও শারজাহ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকামুখী বিমানে চট্টগ্রাম থেকে সহযোগীরা ওঠে এবং মাঝ আকাশে কৌশলে স্বর্ণ বা মোবাইল হস্তান্তর করার চেষ্টা করে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031