• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শাহপরানে মোটরসাইকেল চোর আটক 

     dailybangla 
    05th Nov 2024 11:41 pm  |  অনলাইন সংস্করণ

     

    সিলেট প্রতিনিধি: সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে সুরমাগেইট এলাকা থেকে মোটরসাইকেল চুরির মামলায় এক যুবক আটক হলেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোটরসাইকেল।

    জানা গেছে, গত সোমবার (৪ নভেম্বর) রাতে সুরমাগেইট এলাকা থেকে শাহপরান (রহ.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্যের সার্বিক দিক-নির্দেশনায় সাব- ইন্সপেক্টর অঞ্জন কুমার দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুলকে আটক করেন। তবে চুরি হওয়া মোটরসাইকেল খানা এখনও উদ্ধার হয়নি। এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল চুরি হওয়া মোটরসাইকেল খানা তার হেফাজতে রয়েছে বলে পুলিশকে জানিয়েছে। আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল (৩০)। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাঁচপাড়া এলাকার মৃত আব্দুস শহীদের পুত্র। বর্তমানে সে নগরীর সোবহানীঘাট লতিফিয়া টাওয়ারে বসবাসরত ডা. ফাতেহা আক্তার রিয়ার স্বামী বলে পুলিশের একটি সূত্র জানায়।

    পুলিশ ও বাদী সুত্রে জানা গেছে, একই থানাধীন মলাইটিলা এলাকার মৃত রিয়াজ উদ্দিন বুলুর পুত্র মো. বায়েজিদ আরমান রিফাত (২৫) এর বসতঘর হতে তার ব্যবহৃত ৩ লাখ টাকা দামের নীল রঙের মোটরসাইকেল অজ্ঞাতনামা চোরদের সহযোগিতায় আটককৃত নাজমুল বিগত ২০ আগস্ট সকাল হতে ৫ সেপ্টেম্বর বিকালে মধ্যে যে কোন সময় চুরি করে নিয়ে যায়। পরে নাজমুলকে প্রধান আসামি করে শাহপরান (রহ.) থানায় লিখিত অভিযোগ দাখিল করেন মোটরসাইকেলের মালিক মো. বায়েজিদ আরমান রিফাত। যার শাহপরান থানার জি/আর মামলা ন-১৯, তাং- ১৭/১০/২০২৪ ইং।

    সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, আমি আশাবাদী খুব তাড়াতাড়ি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধাদের সংবাদ দিতে পারব। আসামিকে আদালত মারফতে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলমান রয়েছে বলেও তিনি জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031