শাহরাস্তিতে ব্লাড ডোনার গ্রুপ ডাকাতিয়ার দক্ষিণ পাড়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে ব্লাড ডোনার গ্রুপ ডাকাতিয়ার দক্ষিণ পাড়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রক্তদাতা, স্বেচ্ছাসেবী এবং সামাজিক কার্যক্রমে অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় উৎসবমুখর এই আয়োজনে। গত শুক্রবার চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. রাফিউ হাসান হামজা, সমাজসেবক আব্দুল মান্নান (সাবেক সচিব), আলী হায়দার মজুমদার, নুরুল আজম সোহাগ, শিক্ষক আবু তাহের বাহার, নিয়াজুর রহমান (পরিচালক, ব্যাংক এশিয়া, শোরসাক বাজার), মাহবুব আলম (পরিচালক, মেগা মার্ট বিডি), শাহিদুর রহমান (স্বত্বাধিকারী, রহমান ফার্মেসি), সাফায়েত হোসেন (চৌধুরী ফার্মেসি) এবং স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রক্তদানে বিশেষ অবদানের জন্য মায়াজ হোসেন অংকুর (রক্তদান সংস্থা), রিজন পাটোয়ারি (৩৫ বার রক্তদাতা, রেড রিলেশন), হাফেজ মো. রাজু আহম্মেদ (রক্তদাতা), ওমর ফারুক খান শাহীন (পরিচালক, শাহীন এন্টারপ্রাইজ) সহ একাধিক ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনটির প্রতিষ্টাতা পরিচালক মো. রায়হান উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক শাহজালাল মানিক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রাজু আহম্মেদ। পরে অতিথিরা কেক কাটা ও সম্মাননা স্মারক প্রদানের অংশ নেন। অতিথিরা বলেন, ব্লাড ডোনার গ্রুপ ডাকাতিয়ার দক্ষিণ পাড় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিয়মিত রক্তদাতা ও নতুন স্বেচ্ছাসেবকদের যুক্ত হওয়ার ফলে এলাকায় রক্ত সংকট উল্লেখযোগ্যভাবে কমেছে।
রক্ত সংগ্রহ, হাসপাতাল সমন্বয়, অসহায় মানুষের সহায়তা এবং সামাজিক কর্মকাণ্ডে সংগঠনের স্বেচ্ছাসেবীদের দীর্ঘদিনের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় অনুষ্ঠানে। শেষে স্বেচ্ছাসেবীদের সৌহার্দ্যপূর্ণ আড্ডা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনার মাধ্যমে মিলনমেলা সম্পন্ন হয়। আয়োজনকে সফল করতে সহযোগিতা করে শাহরাস্তি স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন, শোরসাক আঞ্চলিক শাখা।
বিআলো/আমিনা



