শিক্ষকতায় অর্ধযুগ তিন্নির, শুভ জন্মদিন
“শ্রোতাপ্রিয় গায়িকা তিন্নির জন্মদিন আজ”
অভি মঈনুদ্দীন: বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। ২০১৭ সালের ‘চ্যানেল আই’খ্যাত এই সঙ্গীতশিল্পী নিজের মৌলিক গান দিয়েই মূলত শ্রোতা দর্শকের মনে জয় করে নিয়েছেন। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে শ্রোতাপ্রিয়তা পাওয়া গানগুলো হচ্ছে ‘প্রজাপতি মন’, ‘মেঘমালা’, ‘শরৎ আমার স্নিগ্ধতা’, ‘শতশত রাত’, ‘চেয়েছি তোমায়’ বিশেষত উল্লেখযোগ্য।
২০১৭ সালের পর থেকেই মূলত পেশাগতভাবে গানের ভুবনে তার যাত্রা শুরু। এরপর থেকেই বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠান, রেকর্ডেড অনুষ্ঠান, স্টেজ শোতে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে আসছেন তিন্নি। তিন্নি গানে শ্রেষ্ঠত্বর স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ‘চ্যানেল আই মিউজিক অ্যওয়ার্ড’ ও ‘বিসিআরএ’ সম্মাননা। আগামীতে আরো ভালো ভালো মৌলিক গান করারই প্রবল ইচ্ছে তার।
এ দিকে আজ তিন্নির জন্মদিন। ২০২৫ সালের প্রথম দিনে নারায়ণগঞ্জের মেয়ে কানিজ খাদিজা তিন্নির সঙ্গে নারায়ণগঞ্জেরই ছেলে শিক্ষক মো. মাহবুবুর রশিদ ভূঁইয়া অর্ক’র সঙ্গে আংটি বদল হয়। এ দিকে নারায়ণগঞ্জেরই ‘চেঞ্জেস স্কুল’র অ্যাসিসট্যান্ট টিচার হিসেবে শিক্ষকতা করছেন। তিনি মূলত গানেরই শিক্ষক।
গানের পাশাপাশি শিক্ষকতায় তার এগিয়ে চলাকেও অনেকেই অভিনন্দন জানিয়েছেন এরইমধ্যে। জন্মদিন, শিক্ষকতা, গান প্রসঙ্গে তিন্নি বলেন, জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে হয়তো অর্ক কিছু একটা করবে, তার কিছুই জানিনা আমি। বাবা মায়ের দোয়া নিয়ে পরিবারের সঙ্গে সুস্থ সুন্দরভাবে জীবনটা উদযাপন করে যেতে চাই। তবে আমার মূল পরিচয় আমি একজন সঙ্গীতশিল্পী। গান গাইতেই আমার বেশি ভালোলাগে। শিক্ষকতা করতেও ভালোলাগে। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তাদের মতো হয়ে মিশে যেতে , গল্প গানে তাদের শিক্ষা দিতে কতোটা যে ভালোলাগে তা আসলে ভাষায় প্রকাশের নয়। আমি সবার কাছে দোয়া চাই যেন শিক্ষকতা পেশাতে নিয়মিত থাকতে পারি। গানটাও যেন ঠিকঠাক মতো করে যেতে পারি।
বিআলো/ইমরান