‘শিকার’ ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে পলাশ
এক বছরের বিরতি ভেঙে রূপালি পর্দায় ফেরার প্রস্তুতি
হৃদয় খান: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এক বছরের বিরতি ভেঙে আবারও রূপালি পর্দায় ফিরছেন। নতুন বছর শুরুতেই একের পর এক প্রজেক্টে যুক্ত হয়ে ব্যস্ততা বাড়িয়েছেন এই তারকা। ইতোমধ্যেই তিনি ‘সিক্রেট’ ও ‘দুর্বার’—এই দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং শুটিংও শুরু করেছেন। তবে এই দুই কাজ শেষ হওয়ার আগেই আরও একটি নতুন প্রজেক্টে নাম লিখিয়েছেন অপু বিশ্বাস।
নতুন এই প্রজেক্টের নাম ‘শিকার’। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটি আসলে একটি ওয়েব ফিল্ম, যেখানে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা পলাশ।
‘শিকারের গল্প আব্দুল্লাহ জহির বাবুর’, এবং এর চিত্রগ্রহণের দায়িত্বে আছেন ডিওপি সাইফুল শাহিন। রেজা ফিল্মস প্রডাকশন ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মের দৃশ্যধারণ করা হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে অপু ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুনসহ আরও বেশ কয়েকজন অভিনেতা।
অপু বিশ্বাস ঢালিউডে ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু করেন। তবে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা হিসেবে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।
নতুন প্রজেক্টগুলো নিয়ে অপু বিশ্বাসের এই প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। এক বছরের বিরতি শেষে আবারো রূপালি পর্দায় ফিরতে চলা এই তারকা এবং তার নতুন জুটি পলাশ–অপু কে দেখতে উদগ্রীব রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা।
বিআলো/তুরাগ



