শিক্ষকদের ন্যায্য দাবিতে গলাচিপায় র্যালি ও বিক্ষোভ সমাবেশ
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী : শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় র্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এমপিওভুক্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষক-কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে শিক্ষকরা বলেন, “সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নেই। শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
বক্তারা শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাজাহান মিয়া, অধ্যাপক আব্দুর রশিদ মিয়া, বকুলবাড়িয়া কলেজের প্রভাষক মুজাহিদুল ইসলাম মিন্টু এবং গুয়াবাড়িয়া এবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন প্রমুখ।
পরে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষক-কর্মচারীদের ব্যানারে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিআলো/এফএইচএস



