শিক্ষকরা পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতি একদিন আগেই শুরু
dailybangla
12th Oct 2025 6:23 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মূল বেতন ও ভাড়া ভাতার ২০ শতাংশ বৃদ্ধি দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা পুলিশের হামলা ও শিক্ষক আটককে কেন্দ্র করে আগামী সোমবারের কর্মবিরতি একদিন এগিয়ে শনিবার থেকেই শুরু করার ঘোষণা দিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) বিকাল ৪.৩০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক-কর্মচারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এই ঘোষণা দেন।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা সোমবারের মধ্যে ২০ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন। মূল পরিকল্পনা অনুযায়ী তারা মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার কথা জানিয়েছিলেন।
কিন্তু পুলিশি হামলা, সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও কয়েকজন শিক্ষককে আটক করার ঘটনায় তারা কর্মসূচি একদিন এগিয়ে নেন।
বিআলো/শিলি