• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য— আমিনুল হক 

     dailybangla 
    12th Sep 2025 6:10 pm  |  অনলাইন সংস্করণ

    রূপনগর হাই স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

    নিজস্ব প্রতিবেদক: খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

    তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, যোগ্য ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। আমাদের নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আমরা সর্বদা পাশে থাকবো।”

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর সাড়ে এগার রংধনু কনভেনশন সেন্টারে রূপনগর হাই স্কুল আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম মন্টু, সদস্য সাজ্জাদ হোসেন, রূপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, অলিউল হাসানাত তুহিন মাস্টার এবং খায়রুল আলম নয়ন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপনগর হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মমতাজ বেগম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. অলিউল হাসানাত তুহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক তানজিলা হাসানাত।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930