• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যা: সহপাঠী আম্মানের বিরুদ্ধে চার্জশিট, সহকারী প্রক্টর অব্যাহতি 

     dailybangla 
    11th Aug 2025 6:20 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে পোস্ট দেওয়ার পর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    রোববার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান চার্জশিট জমা দেন।

    তদন্ত কর্মকর্তা জানান, অবন্তিকার মায়ের করা মামলায় দুজনকে আসামি করা হলেও তদন্তে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পাশাপাশি অবন্তিকার মোবাইল ফোন থেকে পাওয়া ছবি, স্ক্রিনশট, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বার্তা এবং ফেসবুকের ‘সুইসাইড নোট’ বিশ্লেষণ করা হয়েছে। ফরেনসিক রিপোর্টে আম্মানের পাঠানো মানসিক হয়রানিমূলক বার্তার প্রমাণ মিলেছে, যা অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে।

    উল্লেখ্য, গত বছরের ১৫ মার্চ রাত ১০টার দিকে কুমিল্লা নগরের বাগিচাগাঁও ফায়ার সার্ভিস সংলগ্ন বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অবন্তিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি আত্মহত্যার জন্য সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান আম্মান সিদ্দিকীকে দায়ী করেন এবং তাদের বিরুদ্ধে হয়রানি ও উৎপীড়নের অভিযোগ তোলেন।

    এ ঘটনায় ১৬ মার্চ রাতে অবন্তিকার মা তাহমিনা বেগম কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ঘটনার পর অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হলেও পরে তারা জামিনে মুক্ত হন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031