শিক্ষা উপদেষ্টার সাথে উর্দুভাষী প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: আজ শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে উর্দুভাষী জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধি দল উপদেষ্টাকে উর্দুভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন জানান।
আলোচনায় তারা বলেন, ড. সি আর আবরার অত্যন্ত সুচারুভাবে, নির্ভীক ও সাহসের সাথে দায়িত্ব পালন করে ইতিহাসে একটি সম্মানজনক স্থান করে নিয়েছেন, যা পরবর্তী প্রতিটি সরকারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
প্রতিনিধি দল উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ও এর ফলে শিক্ষা গ্রহণে নানা প্রতিবন্ধকতার বিষয়টি উপদেষ্টার কাছে তুলে ধরে। তারা বলেন, গত দুই দশকেরও বেশি সময় ধরে এই জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় ড. আবরার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা তারা শ্রদ্ধার সাথে স্মরণ করে।
তারা জানান, স্বাধীনতার পর আন্তর্জাতিক কমিটি ফর রেড ক্রসের (আইসিআরসি) সঙ্গে সরকারের চুক্তির মাধ্যমে ক্যাম্পে বসবাস এবং বিদ্যুৎ–পানি সরবরাহের ব্যবস্থা করা হয়, যা পরবর্তী সরকারগুলো অব্যাহত রেখেছে। তবে কোনো কোনো সরকারের সময়ে ক্যাম্প উচ্ছেদ ও সেবা বন্ধের উদ্যোগ নেয়া হলেও প্রশাসনিক আদেশ ও আদালতের হস্তক্ষেপে তা বাস্তবায়ন হয়নি।
প্রতিনিধি দল অভিযোগ করে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রশাসন ক্যাম্প উচ্ছেদ এবং বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি দিচ্ছে। সম্প্রতি ঢাকার মিরপুরে একটি ক্যাম্প উচ্ছেদের উদ্যোগ আদালতের স্থগিতাদেশে বন্ধ হয়। এছাড়া সারাদেশের ক্যাম্পগুলোতে বিদ্যুৎ কোম্পানিগুলো আদালতের একটি রায়ের দোহাই দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি ও হয়রানি করছে বলে তারা উল্লেখ করেন।
এ পরিস্থিতিতে প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টাকে বিষয়টি উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপনের জোর দাবি জানান। পাশাপাশি মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদ না করা এবং বিদ্যুৎ–পানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনিক/নির্বাহী আদেশ জারির আহ্বান জানান।
শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং অতীতের মতো জনগোষ্ঠীর সব ন্যায্য ও যৌক্তিক দাবির বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিআলো/তুরাগ