শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে
নিজস্ব প্রতিবেদক: উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদ এলাকায় অবস্থান নিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।
এতে বরিশাল বিভাগের সব জেলার দূরপাল্লা ও অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছয় দফা দাবি: ১. শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, ২. আহত ও নিহতদের নির্ভুল তালিকা প্রকাশ, ৩. শিক্ষকদের গায়ে হাত তোলা সেনা সদস্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ৪. নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, ৫. পুরাতন, ঝুঁকিপূর্ণ বিমান বাতিল, ৬. নিরাপদ ও আধুনিক প্রশিক্ষণ বিমান চালু করা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সঠিকভাবে কেউ জানাতে পারেনি কে মারা গেছে, কারা আহত, কে কোথায় চিকিৎসাধীন।
একজন ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত একাংশের কর্মী বলেন, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে।
এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানান, শিক্ষার্থীরা এখনও সড়কে অবস্থান করছে। যান চলাচল বন্ধ, উভয় পাশে যানজটে ভোগান্তি বেড়েছে।
বিআলো/এফএইচএস