শিক্ষা কমিশন হলেই সব সমস্যার সমাধান হবে এমন না বললেন শিক্ষা উপদেষ্টা
dailybangla
24th Jun 2025 1:50 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দেশে শিক্ষা কমিশন গঠন করা হলেই যে শিক্ষা সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এমন নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, শিক্ষা কমিশন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন না। এর আগেও হয়েছে। কিন্তু সেটা কাজ করতে মিনিমাম দুই বছর সময় লেগেছিল।
তিনি বলেন, আমি এই আসনে বসেছি বেশিদিন হয়নি। কিন্তু কাজ তেমন উল্লেখযোগ্যভাবে করা সম্ভব হচ্ছে না। কারণ পলিসি দেয়া আর বাস্তবায়নের বাইরেও বাইরের অনেক সমস্যা সমাধান করতে হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছে, রাস্তা ব্লক করছে, বিভিন্ন দাবি জানাচ্ছে সেগুলোও দেখতে হচ্ছে।
বিআলো/শিলি