শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে সরকার। বিকেলে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম।
মঙ্গলবার বিকেলে মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে লেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।
তবে এই সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে কিংবা তার স্থলাভিষিক্ত কে হবেন- সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। শিক্ষা মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে সচিবকে প্রত্যাহারের এ সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বিআলো/এফএইচএস