শিবচরে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গ্রেপ্তার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোতারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই শাহজাহান মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তিনি আত্মগোপনে থাকায় দীর্ঘদিন তাকে পাওয়া যাচ্ছিল না। তবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জনি, এসআই রেজাউল ও এসআই আমিনুলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে দোতারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–টু)’ এর অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারকৃত শাহজাহান মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
বিআলো/ইমরান



