শিবচরে জমি সংক্রান্ত বিরোধে, আহত চার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হবি চোকদার (৪৫) নামে এক লন্ডনপ্রবাসীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহত হবি চোকদারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার দওপাড়া ইউনিয়নের চর বাচামারা এলাকায় কলম আলী হাজীর কান্দিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি লন্ডন থেকে দেশে ফেরেন হবি চোকদার। দেশে আসার পর তার চাচাতো ভাইরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় বিরোধীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
ঘটনার দিন হবি চোকদারের বড় ভাই হাবিব চোকদার বাড়ির পাশের রাস্তায় বালু ফেলে রাস্তা সংস্কারের কাজ করছিলেন। এ সময় দাদন চোকদারের ছেলে রাসেল চোকদার জমি নিয়ে মামলা আছে দাবি করে ওই কাজে বাধা দেন এবং বালুবাহী ট্রাক আটকে দেন। একপর্যায়ে কথা-কাটাকাটির মধ্যে বিরোধীপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে ট্রাকের সামনের দুটি চাকা কেটে ফেলে এবং সামনের কাচ ভেঙে দেয়।
শোরগোল শুনে ঘটনাস্থলে এগিয়ে এলে আগে থেকে ওত পেতে থাকা বিরোধীরা হবি চোকদারের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
আহত হবি চোকদারের বড় ভাই হাবিব চোকদার বলেন, “আমার ভাই একজন লন্ডনপ্রবাসী। দেশে আসার পর থেকেই তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। টাকা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমি এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।”
বালুবাহী ট্রাকের মালিক শাহাদাত হোসেন বলেন, “অনেক কষ্ট করে ও ধারদেনা করে ট্রাকটি কিনেছি। কয়েক দিন আগে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে মেরামত করেছি। কিন্তু বিরোধীপক্ষ আমার ট্রাক ভাঙচুর করে সামনের দুটি টায়ার কেটে ফেলেছে। তিন দিন ধরে গাড়ি পড়ে আছে, কোনো আয় নেই। কিস্তির টাকা কীভাবে দেব, বুঝতে পারছি না।”
এ বিষয়ে শিবচর থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, “মামলার তদন্তভার পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। একজন প্রবাসী গুরুতর আহত হয়েছেন এবং তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
মাথায় গুরুতর আঘাত পাওয়ায় আহত হবি চোকদার বর্তমানে কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন তার স্বজনরা।
বিআলো/ইমরান



