শিশুখাদ্য আমদানিতে আর বাধ্যতামূলক শতভাগ মার্জিন নয়
অর্থনৈতিক প্রতিবেদক: শিশুখাদ্য আমদানির সময় ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে আর শতভাগ নগদ মার্জিন বাধ্যতামূলক নয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি ব্যাখামূলক সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, ২০২২ সালে ডলার সংকটের সময় কিছু পণ্যে শতভাগ মার্জিন আরোপ করা হলেও, বর্তমানে বিলাসী পণ্য বাদে অন্য পণ্যের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা হয়েছে। কিন্তু কিছু ব্যাংক শিশুখাদ্যকে ভুলবশত ‘অশস্য খাদ্য’ বা ‘প্রক্রিয়াজাত খাদ্য’-এর তালিকায় ফেলে শতভাগ মার্জিন নিচ্ছিল।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, অত্যাবশ্যকীয় শিশুখাদ্যকে ওই তালিকায় ধরা হবে না। ফলে এখন থেকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শিশুখাদ্য আমদানিতে সুবিধাজনক শর্তে এলসি খোলা যাবে।
বিআলো/শিলি



