• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শিশুসাহিত্যে স্বীকৃতি: শাম্মী তুলতুল পেলেন ‘দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার ২০২৬’ 

     dailybangla 
    11th Jan 2026 10:33 pm  |  অনলাইন সংস্করণ

    হৃদয় খান: শিশুদের জন্য গল্প রচনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন জনপ্রিয় তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল। কবি সংসদ বাংলাদেশ আয়োজিত রফিকুল হক দাদুভাইয়ের ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘দাদুভাই শিশুসাহিত্য উৎসব ও পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

    গত ৮ জানুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত থেকেই পুরস্কার গ্রহণ করেন শাম্মী তুলতুলসহ অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা।

    শাম্মী তুলতুল একাধারে লেখক, কবি, উপন্যাসিক, গল্পকার ও শিশুসাহিত্যিক হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, ভয়েস প্রেজেন্টার ও দাবা খেলোয়াড় হিসেবেও সক্রিয়। বেগম রোকেয়া চরিত্রের মডেল হিসেবেও তিনি পরিচিত। ছোটবেলা থেকেই তার লেখা দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, এনটিভি অনলাইন, মানবকণ্ঠ, আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, শিশু ও নবারুণসহ বহু পত্রিকায় তার লেখা পাঠকপ্রিয়তা পেয়েছে।

    এছাড়া তিনি এপার বাংলা ও ওপার বাংলায় সমানতালে সাহিত্যচর্চা করে যাচ্ছেন। জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও প্যারিস থেকে প্রকাশিত বাংলা পত্রিকাগুলোতেও নিয়মিত লিখছেন তিনি। এ কারণে তাকে দুই বাংলার জনপ্রিয় লেখক হিসেবেও অভিহিত করা হয়।

    একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া শাম্মী তুলতুলের প্রকাশিত বইয়ের সংখ্যা বাংলাদেশ ও ভারত মিলিয়ে ১৬টি। ইতোমধ্যে তিনি দেশি-বিদেশি বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

    দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে শাম্মী তুলতুল বলেন, “অতি সম্মানিত গুণী সাহিত্যিক রফিকুল হক দাদুভাইয়ের নামে প্রবর্তিত এই শিশুসাহিত্য পুরস্কার অত্যন্ত প্রেস্টিজিয়াস। এমন একটি সম্মানজনক পুরস্কারে ভূষিত হতে পেরে আমি ভীষণ গর্বিত ও আনন্দিত।”

    শিশুসাহিত্যে তার এই অর্জন নতুন প্রজন্মের পাঠক ও লেখকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031