শীতের আগমনী বার্তা: তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রিতে
নিজস্ব প্রতিবেদক: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের অনুভূতি তীব্রতর হচ্ছে। তেঁতুলিয়ায় তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকায় স্থানীয়দের শীত মোকাবিলার তৎপরতা বেড়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শীতের দাপট ক্রমেই বাড়ছে। রবিবারের ধারাবাহিকতায় সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় সেখানে ন্যূনতম তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানায়, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। আগের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, তবে ভোর ছয়টায় তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ৬ ডিগ্রিতে, তখন আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
মাঠ পর্যায়ে দেখা গেছে, দিনের বেলায় হালকা রোদে আবহাওয়া তুলনামূলক উষ্ণ থাকলেও সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শীতের মাত্রা বাড়ছে। কুয়াশা ঘন হওয়ায় পথ চলতেও ভোগান্তি দেখা দিয়েছে।
প্রতি বছর শীতপ্রবণ এই অঞ্চলে মৌসুমের শুরুতেই তাপমাত্রা এমনভাবে কমে আসায় স্থানীয় বাসিন্দারা আগেভাগেই শীতবস্ত্র ব্যবহার শুরু করেছেন। সন্ধ্যার পর থেকেই অনেকে গরম কাপড় ও শীতনিবারক ব্যবস্থায় মনোযোগী হচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা তিন দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে, যা বর্তমানে এলাকার সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ধরা হচ্ছে।
তিনি আরও বলেন, সামনে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিআলো/শিলি



