শীতের গল্পে প্রেম আর হাসি, মুক্তি পেল ‘এই শীতে একটা বউ পাইলাম না’
আরিয়ান হাশমীর কণ্ঠে আক্ষেপের সুর, কথা-সুরে রিপন খান
হৃদয় খান: শীতের সকালে কুয়াশা যেমন চোখে পড়ে, তেমনি হৃদয়ের ভেতর জমে থাকা না বলা অনুভূতিও এই সময়টাতে আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই শীতের আবহে প্রেমের মজা, একাকিত্বের দীর্ঘশ্বাস আর সম্পর্কের চেনা গল্পকে হাস্যরসের মোড়কে তুলে ধরে দর্শকদের সামনে এসেছে নতুন মিউজিক ভিডিও ‘এই শীতে একটা বউ পাইলাম না’। মুক্তির পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের মাঝে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।
আজ সন্ধ্যা ৬টায় আর কে মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিওটি। শীতের পরিবেশকে কেন্দ্র করে গানটিতে মজার ছলে প্রেম, একাকিত্ব ও সম্পর্কের অনুভূতিকে গল্পের আকারে উপস্থাপন করা হয়েছে। বাস্তব জীবনের সঙ্গে মিল থাকা এমন গল্প সহজেই দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করছে।
মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন সৌমিত্র ঘোষ ইমন। তার নির্মাণশৈলীতে গল্পটি হয়েছে সাবলীল ও প্রাণবন্ত। ভিডিওজুড়ে শীতের নান্দনিক দৃশ্যপট, হালকা রোমান্টিক মুহূর্ত এবং পরিমিত হাস্যরস গানটির ভাবনাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন হ্যাপি মম ও শুভ্র মেহরাজ। দুজনের স্বাভাবিক অভিনয় ও পর্দার রসায়ন গানটির গল্পকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। চরিত্রগুলোর আবেগ ও অভিব্যক্তি দর্শকদের সহজেই গল্পের সঙ্গে একাত্ম হতে সাহায্য করে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন আরিয়ান হাশমী। তার কণ্ঠে শীতের অনুভূতি, আক্ষেপ ও মনের কথা সুন্দরভাবে ফুটে উঠেছে। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রিপন খান। কথার সরলতা ও সুরের মেলবন্ধনে গানটি শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
নির্মাতা ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভিন্নধর্মী ভাবনা ও বাস্তব জীবনের অনুভূতি নিয়ে নির্মিত এই মিউজিক ভিডিওটি শীতের মৌসুমে দর্শকদের জন্য বাড়তি বিনোদন হয়ে উঠবে। বর্তমানে ‘এই শীতে একটা বউ পাইলাম না’ মিউজিক ভিডিওটি আর কে মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে।
বিআলো/তুরাগ



