শীতের তীব্রতা বাড়ার শঙ্কা, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে
বিআলো ডেস্ক: সারা দেশে কুয়াশা ও শৈত্যপ্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।
গত তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার ২১টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহের প্রভাব লক্ষ্য করা গেছে। শনিবারও কুয়াশায় ঢাকা ছিল দেশের অধিকাংশ এলাকা, কোথাও সূর্যের দেখা মেলেনি। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে খেটে খাওয়া ও প্রান্তিক মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। জানুয়ারি মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, চলতি মৌসুমে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে। যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে বিমান, সড়ক ও নৌ যোগাযোগে বিঘ্ন ঘটছে। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি ফ্লাইট ডাইভার্ট করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। আগামী পাঁচ দিনেও তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে, ফলে জানুয়ারির প্রথম সপ্তাহজুড়েই কনকনে শীত বজায় থাকতে পারে।
বিআলো/শিলি



