শীতের প্রকোপ বাড়ছে, জানুয়ারিতে শৈত্যপ্রবাহের আশঙ্কা
dailybangla
28th Dec 2025 11:08 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: দেশজুড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। পৌষ মাসের মাঝামাঝিতে এসে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারিতে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েক দিনে ৬-৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। চলতি সপ্তাহের শেষ দিকে এবং মাসের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিআলো/শিলি



