শীতের মাঝেই বৃষ্টির আভাস, যা জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক: শীতের হাওয়ায় দেশজুড়ে আমেজ বাড়লেও সামনের কয়েক দিনে দেখা মিলতে পারে হালকা বৃষ্টির। নিয়মিত পূর্বাভাসে এমন ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। দেশে শীতের অনুভূতি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এর মধ্যেই আসছে বৃষ্টির সম্ভাবনার খবর।
রোবিবার (১৬ নভেম্বর) রাতে প্রকাশিত নিয়মিত আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশ বিরাজ করলেও আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যদিও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়েছে, সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং রাত-দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বিআলো/শিলি



