শীতের মৌসুমেও কমেনি সবজির দাম, ভোক্তার নাভিশ্বাস
নিজস্ব প্রতিবেদক: শীতের বাজারে সাধারণত সবজির দাম কমার কথা থাকলেও এবার পরিস্থিতি উল্টো। রাজধানীর বাজারগুলোতে দুই মাসেরও বেশি সময় ধরে বেশিরভাগ সবজি উচ্চ দামে বিক্রি হচ্ছে, যা নিত্যপণ্য কেনাকাটায় বাড়তি চাপ তৈরি করেছে সাধারণ মানুষের ওপর।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, মৌসুমী সবজির প্রাচুর্য থাকলেও দামে কোনো স্বস্তি নেই। অধিকাংশ সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যেই রয়েছে, যা ভোক্তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।
বাজারে মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গোল বেগুন কেজিপ্রতি ৮০ টাকা, মুলা ৪০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ও করলা প্রতিটি ১০০ টাকা, শসা ও গাজর ৮০ টাকা কেজি দরে মিলছে।
এ ছাড়া শালগম ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শিম ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, নতুন আলু কেজিপ্রতি ১২০ টাকা ও পেঁয়াজের ফুল ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
দেশি পেঁয়াজের দাম এখনো চড়া- কেজিতে ১২০ টাকা। তবে কিছু বাজারে ১১০-১১৫ টাকায়ও দেখা গেছে। ডিম ও মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল আছে, ফার্মের ডিম ডজনপ্রতি ১২৫-১৩০ টাকা এবং ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৭০ টাকা।
শান্তিনগরে বাজার করতে আসা মফিজুর রহমান বলেন, ‘শীত এলেই সবজির দাম কমে- এটাই স্বাভাবিক। কিন্তু এবার উল্টো- সব সবজিই আগের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে কম পরিমাণ কিনে বাড়ি ফিরতে হচ্ছে।’
বিআলো/শিলি



