• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শুধু একটা নির্বাচনের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি: আসিফ মাহমুদ 

     dailybangla 
    25th Dec 2024 5:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে রেখে যাওয়া দেশের সব প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তীসরকার। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    বুধবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরে তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

    আসিফ মাহমুদ বলেন, আন্দোলনে প্রায় ২ সহস্রাধিক শহিদ এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। শহিদ ও আহতদের পরিবারগুলোও সংস্কারের কথা বলছেন।

    অন্তর্বর্তীসরকার ক্লিয়ার ম্যান্ডেড হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো। আপনারা জানেন অন্তবর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর ৩ মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাবনা জমা দেবেন, তারপরে আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাব।

    উন্নয়ন বরাদ্দে বৈষম্য দূর করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ন্যাশনাল স্ট্যান্ড অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে। কিন্তু বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ শতাংশ। এই বৈষম্য দূর করে বালিয়াডাঙ্গী উপজেলাকেও দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডে নিয়ে যেতে কাজ করা হবে।

    ‘শিক্ষার মান উন্নয়নে স্কুল-কলেজগুলোতে ভবণ নির্মাণে গুরুত্ব আরোপ এবং বালিয়াডাঙ্গী উপজেলায় একটি উন্নত মানের লাইব্রেরি নির্মাণের ৫০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন।

    বিগত সরকারের সময় যেসব জেলাগুলোতে উন্নয়নে বৈষম্য করা হয়েছে, সেসব জেলাগুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও কিছু দীর্ঘ মেয়াদি প্রকল্প শুরু করবে অন্তর্বর্তীসরকার। যাতে করে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণ মানুষ ওই প্রকল্পগুলোর সুফল পায়।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ ও অনিয়মের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। এসব বিষয় অন্তর্বর্তীসরকারের নজরে এসেছে। আমরা ব্যবস্থা নেব।

    এই উপদেষ্টা আরও বলেন, এছাড়াও ক্যাটাগরি পুরণ না করেও অনেক পৌরসভা হয়েছে বিগত সরকারের আমলে। এসব পৌরসভার মধ্য কিছু বাতিল এবং কয়েকটি নতুন পৌরসভা গঠনে কাজ করছে সরকার।

    ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।

    এর আগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় দুওসুও এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য ১২০ মিটার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031