শুধু চ্যাট নয়, হোয়াটসঅ্যাপেই সম্ভব আয়
dailybangla
18th Dec 2025 10:21 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: বার্তা আদান-প্রদানের অ্যাপ হিসেবেই পরিচিত হোয়াটসঅ্যাপ, তবে চাইলে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই আয় করা সম্ভব। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্মার্টফোন ও ইন্টারনেট থাকলেই ঘরে বসে বিভিন্ন সেবা দিয়ে অর্থ উপার্জন করা যায়।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রি, অনলাইন টিউটরিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, পেইড নিউজলেটার কিংবা কমিউনিটি পরিচালনার মতো নানা সুযোগ রয়েছে।
এছাড়া স্টিকার ডিজাইন করে বিক্রি করা কিংবা অনলাইন ইভেন্ট হোস্ট করেও আয় করা সম্ভব। বিশেষ দক্ষতা থাকলে ভিডিও কলের মাধ্যমে দেশ-বিদেশের শিক্ষার্থীদের পড়ানো যায়।
বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও নিয়মিত পরিশ্রম থাকলে হোয়াটসঅ্যাপ হতে পারে বিকল্প আয়ের একটি কার্যকর মাধ্যম।
বিআলো/শিলি



