শুধু জিঘাংসার বোমা
dailybangla
01st Oct 2025 3:21 am | অনলাইন সংস্করণ
শুধু জিঘাংসার বোমা
নিখোঁজ মানুষ!
হাড়িয়েছে হুঁশ
পাওয়া না পাওয়ার হিসাবেই বেহুশ
যার হাতেই ক্ষমতা, প্রতিবিম্ব রুপ
ঐতিহ্যের দ্বন্দ্ব
রক্তের বদলে রক্তে রঞ্জিত
কত জীবন বলি
বলি এক, অন্যপথে চলি
মানবের দানব রূপ
দানবের মানব রূপ
আমাকে ভাবায় খুব
কপাল কুঁচকানো ডুব!
ক্ষমা রয়ে যায় জমা
শুধু জিঘাংসার বোমা।
লেখক -আমিনুল হক চৌধুরী
বিআলো/এফএইচএস