• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শুরু হচ্ছে পারিবারিক বিনোদন শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ উপস্থাপনায় তাহসান 

     dailybangla 
    23rd Jan 2025 2:54 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন প্রতিবেদক: বিশ্বব্যাপী জনপ্রিয় শো ‘ফ্যামিলি ফিউড’ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। প্রতিযোগিতায় ভরপুর পারিবারিক বিনোদনের এ শো’র উপস্থাপনায় থাকছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আগামী ২৭ জানুয়ারি থেকে বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচারের পর শো-টি দেখা যাবে বঙ্গ অ্যাপে।

    এ নিয়ে বুধবার (২২ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, সারা বিশ্বের অসংখ্য মানুষের মন জয় করে অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ শুরু হচ্ছে। অনুষ্ঠানটি সব বয়সী দর্শকদের স্মরণীয় ও আনন্দময় কিছু মুহূর্ত উপহার দেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

    প্রচার সময়সূচি: ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ প্রতি সোমবার রাত ৯:৩০ টায় এনটিভিতে সম্প্রচারিত হবে এবং বঙ্গ’র ওয়েবসাইট ও অ্যাপে যেকোনো সময় দেখা যাবে। যারা প্রথমবার এপিসোড মিস করবেন, তারা মঙ্গলবার বেলা ১:০০ টায় এনটিভিতে পুনঃপ্রচার দেখতে পারবেন।

    অনুষ্ঠানের বৈশিষ্ট্য: প্রতিটি পর্বে দুইটি পরিবার মুখোমুখি হবে। তিনটি রাউন্ডের সেরা উত্তরের মাধ্যমে পয়েন্ট অর্জনের সুযোগ থাকবে। বিজয়ী দল অংশ নেবে ‘ফাস্ট মানি’ রাউন্ডে। থাকবে নগদ পুরস্কার ও বিশেষ উপহার।

    বিশেষ পর্ব: এই শোতে কিছু বিশেষ তারকাদের অংশগ্রহণে বিশেষ এপিসোড থাকছে। যেমন—মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ, এবং মারিয়া কিসপট্রা।

    উপস্থাপনায় নতুন অভিজ্ঞতা নিয়ে তাহসান বলেন, “বিশ্বজুড়ে ৭৫টিরও বেশি দেশে জনপ্রিয় ‘ফ্যামিলি ফিউড’-এর অংশ হতে পেরে আমি সম্মানিত। এটি আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই এবং পারিবারিক সম্পর্ক ও বন্ধনের গুরুত্ব তুলে ধরে। এই শো বাংলাদেশের দর্শকদের হৃদয় জয় করবে বলে আমি বিশ্বাস করি।”

    বঙ্গ’র সিইও আহাদ মোহাম্মদ ভাই বলেন, ‘ফ্যামিলি ফিউড’ একটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত অনুষ্ঠান। এটি পারিবারিক বন্ধন ও সম্পর্ক উদযাপন করে। আমরা আশা করি, বাংলাদেশেও এটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে।”

    এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ জানান, “এনটিভি সবসময় মানসম্মত অনুষ্ঠান সম্প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ এর অংশ হতে পেরে আমরা গর্বিত।”

    ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো পরিবারের সদস্যদের একত্রিত করে মজার মুহূর্ত উপহার দেওয়া এবং পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটানো। অনুষ্ঠানটি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি সম্পর্কের বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানের স্পন্সর ও সহযোগীরা হলেন- শোয়ের টাইটেল স্পন্সর ডাবর, পাওয়ারড বাই আয়গ্যাজ, প্রাইজ মানি পার্টনার প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, স্ন্যাক পার্টনার অলিম্পিক ফুডি, এবং হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031