• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শুরু হচ্ছে সঞ্জিত সরকারের ‘ম্যানেজ মাস্টার’ 

     dailybangla 
    08th Aug 2025 5:17 pm  |  অনলাইন সংস্করণ

    অভি মঈনুদ্দীন: গত সোমবার আরটিভিতে প্রচার শেষ হয়েছে গুণী নাট্যকার ও নাট্যনির্মাতা সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত ৬৭৬ পর্বের ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। আরটিভিতে যে দিনগুলোতে এবং যে সময়টাতে ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিক নাটক প্রচার হতো সেই একই দিনগুলোতে একই সময়ে সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত নতুন ধারাবাহিকব নাটক ‘ম্যানেজ মাস্টার’-এর প্রচার শুরু হতে যাচ্ছে। আজ থেকে প্রতি শুক্রবার থেকে সোমবার রাত দশটায় আরটিভিতে প্রচার হবে সঞ্জিত সরকারের নতুন এই ধারাবাহিক নাটক। সঞ্জিত সরকার জানান, ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকে দুটি পরিবারের দুটি গল্পই এগিয়ে যাবে। একটি গল্পে দেখা যাবে অভিনেতা যাহের আলভী বড় লোক বাবার সন্তান। একটি কারণে বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অনেক কষ্ট করে নিজেই ছোট ব্যবসা শুরু করে। একটা সময় এসে বুঝতে পারে বড় হতে হলে মানুষকে অনেক কষ্ট করতে হয়। আরেক গল্পে দেখা যাবে যে তিন বেকার মানুষ একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। কিন্তু তারা নানান মিথ্যে বলে সেই বাড়িতে ম্যানেজ করেই তিনজন থাকতে শুরু করে।

    এগিয়ে যায় গল্প। ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকের রচয়িতা ও নির্মাতা সঞ্জিত সরকার বলেন, সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন, যে কারণে এখনো নিজেই নাটক রচনা করতে পারছি, নির্মাণও করতে পারছি। আরটিভির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এই চ্যানেলটি আমার প্রতি ভীষণ আস্থা রাখে। যে কারণে চিটার অ্যান্ড জেন্টলম্যান-শেষ হবার সঙ্গে সাথেই ম্যানেজ মাস্টার-এর প্রচার শুরু হচ্ছে। নতুন ধারাবাহিকে যারা অভিনয় করেছেন, প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সবাই যার যার চরিত্রে ভীষণ মন দিয়ে অভিনয় করেছেন। আমি ম্যানেজ মাস্টার- নিয়ে ভীষণ আশাবাদী। শিল্পীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইলো। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, নরেশ ভূঁইয়া, শামীমা নাজনীন, ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়. আরফান আহমেদ, রেশমা আহমেদ, সালহা খানম নাদিয়া, যাহের আলভী, নাবিলা বিনতে ইসলাম, মুসাফির সৈয়দ বাচ্চু, তন্ময় সোহেল, মায়মুনা মম, ইফফাত আরা তিথিসহ আরো অনেকে। নাটকটিতে অভিনয় করা অন্যতম প্রধান একজন শিল্পী যাহের আলভী বলেন, নাটকটির গল্প খুউব মজার। এতোটুকু বলতে পারি নাটকটি প্রচারে এলেই দর্শকের ভালোলাগা শুরু হবে। এর আগেও আমি সঞ্জিত দাদার নির্দেশনায় অভিনয় করেছি। তিনি ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। আশা করছি ম্যানেজ মাস্টারও দর্শকপ্রিয় হয়ে উঠবে।

    বিআলো/ইমরান

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031