• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শুরু হলো আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০২৫’ 

     dailybangla 
    24th Dec 2025 9:10 pm  |  অনলাইন সংস্করণ

    মো. ইব্রাহীম হোসেন: চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকায় বুধবার শুরু হলো আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৫। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ) এর চেয়ারম্যান মোছাঃ ফেরদৌসী বেগম। চার দিনব্যাপী এই মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের ফেয়ারে ২২০টি স্টল থাকবে, যেখানে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, “ভবন নির্মাণের মূল দায়িত্ব উদ্যোক্তা ও নির্মাতাদেরই। আজ যদি কোনো প্লট মালিককে নিজের টাকায় বাড়ি নির্মাণ করতে বলা হয়, তাহলে ঢাকা শহরে কয়টি ভবন তৈরি হতো—তা ভাবনার বিষয়। কিছুটা মন্দা থাকলেও সুদিন ফিরে আসবে। অনেকে মনে করেন ডেভেলপাররা শুধু নিজেদের ব্যবসার কথা ভাবেন, তবে আমি বিশ্বাস করি, সবাই একটি সুন্দর, পরিকল্পিত ও নিয়মিত শহর গড়তে চান।”

    বিশেষ অতিথি মোছাঃ ফেরদৌসী বেগম নিয়ম অনুযায়ী ভবন নির্মাণের গুরুত্বের ওপর জোর দেন।

    রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, “অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে মানুষের ভালো জায়গায় ফ্ল্যাট বা বাড়িতে থাকার আগ্রহ বেড়েছে। নাগরিকদের স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাচ্ছি।”

    সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া বলেন, “বর্তমান প্রেক্ষাপটে হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব। ক্রেতারা যাতে সহজে ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। পরিকল্পিত ও আধুনিক বাসস্থানের ক্ষেত্রে গৃহঋণের অবদান অনস্বীকার্য।”

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাব পরিচালক ও মেলা কমিটির কো-চেয়ারম্যান মিরাজ মোক্তাদির। উপস্থিত ছিলেন রিহ্যাবের অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, পরিচালকবৃন্দ ও নেতৃবৃন্দ।

    মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এন্ট্রি টিকিট দুটি ধরণের—সিঙ্গেল এন্ট্রি ৫০ টাকা, মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। মাল্টিপল টিকিটে একজন দর্শনার্থী ৫ বার প্রবেশ করতে পারবেন। পুরো টিকিটের অর্থ দুঃস্থদের সহায়তায় ব্যয় করা হবে। এছাড়া, প্রতিদিন র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031