শেখদীতে তীব্র গ্যাস সংকট: ক্ষুব্ধ এলাকাবাসীর রায়েরবাগ গ্যাস অফিস ঘেরাওয়ের ঘোষণা
এস এম শাহজালাল সাইফুল: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের শেখদী এলাকায় দীর্ঘদিন ধরে চরম গ্যাস সংকট বিরাজ করছে। সকাল-বিকেল—কোনো সময়েই চুলায় ঠিকভাবে গ্যাস না থাকায় রান্নাবান্না এবং দৈনন্দিন স্বাভাবিক জীবন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
এক মাস আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এমডির সঙ্গে সাক্ষাৎ করেও কোনো কার্যকর সমাধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
তথ্য অনুযায়ী, রায়েরবাগ জোনাল গ্যাস অফিস, মতিঝিল গ্যাস অফিস এবং কাওরান বাজারস্থ তিতাসের প্রধান কার্যালয়ে ঢাকা-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব নবী উল্লা নবীর নেতৃত্বে শেখদীর গণ্যমান্য ব্যক্তিরা এমডির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এমডি দশ দিনের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দিলেও এক মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
এই পরিস্থিতিতে গতকাল শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজে গ্যাস সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আজ সোমবার রায়েরবাগ গ্যাস অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন আল হেরা জামে মসজিদের সেক্রেটারি কামাল হোসেন। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পরিবর্তন নেই।”
সভায় সভাপতিত্ব করেন শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সৈয়দ আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন বাসপটি মসজিদের সেক্রেটারি মুক্তি আলি খান, এসএম জাহাঙ্গীর হোসেন, হাজী সোয়েল, শামীম আহমেদ, পূর্ব শেখদী গ্যাস সমাধান কমিটির নেতৃবৃন্দ এবং বটতলা জামে মসজিদের সভাপতি মোস্তফা কামাল পাশা।
বক্তারা দ্রুত শেখদী এলাকায় স্থায়ীভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান এবং সময়মতো সমাধান না পেলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন। এলাকাবাসী ঘেরাও কর্মসূচিটি সফল করতে সর্বস্তরের মানুষকে আহ্বান জানান।
বিআলো/তুরাগ



