শেখ হাসিনা এনসিপিকে ঠেকাতে ভারতের নির্দেশে কাজ করছেন: বরিশালে রিজভী
“প্রয়োজনে উঠিয়ে দাও”—শেখ হাসিনার নামে রিজভীর অভিযোগ
এইচ আর হীরা, বরিশাল ব্যুরো: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, “ভারত থেকে শেখ হাসিনা তার অনুসারীদের নির্দেশ দিয়েছেন—কোনোভাবেই এনসিপি নেতাকর্মীদের গোপালগঞ্জে যেতে দেয়া যাবে না, প্রয়োজনে দুনিয়া থেকে উঠিয়ে দিতেও বলেছেন।”
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বরিশালে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে কালোব্যাজ ধারণ ও শোকর্যালির পূর্বসমাবেশে তিনি এ অভিযোগ করেন।

বরিশাল জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে রিজভী আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে আমরা একসঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেমেছিলাম। অথচ আজ ঐক্যের অভাব স্পষ্ট। সরকারের ছত্রচ্ছায়ায় কিছু দল বিভাজনের চেষ্টা করছে, যার সুযোগ নিচ্ছেন শেখ হাসিনা।” সমাবেশ শেষে একটি শোকর্যালি নগরীর সদর রোড ঘুরে আমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।
বিআলো/তুরাগ