• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শেরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রাহক সেবায় এগিয়ে 

     dailybangla 
    22nd Jul 2025 4:30 pm  |  অনলাইন সংস্করণ
    শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংক হলো শতভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। করোনা কালীন সময়ে সরকারের সব ধরনের প্রণোদনা প্যাকেজ সফলতার সাথে বাস্তবায়ন করেছে। যা সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে কৃষি ব্যাংকের কার্যক্রম হলো কৃষকের দোড় গোড়ায় বাংলাদেশ কৃষি ব্যাংক। শুধু তাই নয় কৃষি ব্যাংক সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করছে আসছে। যেমন ঋণ আদায়ের জন্য হালখাতা ও মধুমেলা কার্যক্রম, প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা, রেমিট্যান্স প্রদানেও সারা দেশে বাংলাদেশ কৃষি ব্যাংক ২য় অবস্থানে আসেছে। এছাড়াও ব্যাংকিং খাতে বিভিন্ন উন্নীত করণ কার্যক্রম যথারীতি পরিচালনা করে আসছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এরই ধারাবাহিকতায় শেরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক জেলার সকল শাখার খেলাপি ঋণ হ্রাসকরে লাভজনক পর্যায়ে উন্নীত করনের উদ্দেশ্যে দক্ষ কর্মীবাহিনী নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ বিষয়গুলো নিয়ে গ্রাহকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
    গত অর্থবছরে শেরপুর অঞ্চলের কুসুমহাটি শাখা, বাজিতখিলা শাখা, কাকরকান্দি শাখা, ঝিনাইগাতী শাখা মুনাফা অর্জন করেছিলো। এবং এর ধারাবাহিকতায় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য- বিভাগীয় মহাব্যবস্থাপক ফাতেহ্ খান এর সার্বিক দিকনির্দেশনা এবং মুখ্য আঞ্চলিক ব্যবস্হাপকের আনন্দ মোহন গোপ এর নেতৃত্বে শাখা গুলোকে দালাল মুক্ত করতে সক্ষম হয়েছেন। যার ফলশ্রুতিতে কৃষকগণ হয়রানি ছাড়া ব্যাংকিং সেবা গ্রহন করছে। জেলার সকল শাখাকে লাভজনক পর্যায়ে উন্নীত করার অভিপ্রায়ে মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা নিবিড় পর্যবেক্ষণ করে আসছেন। যার ফলশ্রুতিতে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ৬ টি অঞ্চলের মধ্যে সার্বিক ভাবে শেরপুর অঞ্চল ৩ নাম্বার অবস্থানে রয়েছে। উল্লেখ্য- বাংলাদেশ কৃষি ব্যাংক শেরপুরের সকল শাখাতে দালাল মুক্ত গ্রাহক সেবা দিতে দায়িত্বশীল কর্মকর্তাগণ  বদ্ধপরিকর।
    বিআলো/ইমরান
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031